• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাঁদাবাজির রাজত্ব কায়েমে ব্যর্থ: ভুয়া সমন্বয়ক পরিচয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা জব্বার। মনোহরদীতে কিশোর সেলুন কর্মীর রহস্যজনক মৃত্যু। খিদিরপুর ইউনিয়নে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় মনোহরদী উপজেলা ছাত্রদল মনোহরদীতে তারেক রহমানের নির্দেশে ৫০০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ। তারেক রহমানের নির্দেশে মনোহরদীর গোতাশীয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নরসিংদীতে ধর্ষণের শিকার নারী জন্ম দিলেন সন্তান, অভিযুক্ত রহমান মিয়া কারাগারে। এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো মনোহরদী উপজেলা ছাত্রদল। নরসিংদীর গর্ব সানজিদা সরকার — বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন। নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আবুল ফজল ও আশিকুর রহমান মানিক খিদিরপুর ইউনিয়ন বিএনপির গর্বিত নেতৃত্ব।

নরসিংদীতে ৫৩ বছর বয়সী মহিলাকে ধর্ষন করে হত্যা গ্রেপ্তার ৩।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৪৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের সিধ কেটে রাবিয়াকে (৫৩) হত্যার পর দর্শন গ্রেপ্তার তিন।

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যার পর দর্শন করা হয় । চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর মূল রহস্য উদ্‌ঘাটন করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিধ কেটে হত্যার পর ধর্ষণে জড়িত থাকায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০) ,‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।
৩০ অক্টোবর ২০২৪ ইং নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান। নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় হয় মামলা, মামলার নং-১৯ , তারিখ- ২৬/১২/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪। মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর করা হয় জঘন্য ধর্ষণ। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts