প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি”
জমি সংক্রান্ত বিরোধিতা কে কেন্দ্র করে পশ্চিম চালাকচরের নুরুল ইসলাম ও বিএনপির নেতা সাবেক ওয়াজিদ মেম্বার চালাক চর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকার সন্ত্রাসী দলবল নিয়ে ২৫ শে মার্চ সোমবার পশ্চিম চালাকচর বিশ্বরোড খ্যাত চার রাস্তায় মোড় স্টার গ্যালাক্সি রেস্টুরেন্টের বিপরিত পাশে বাড়িতে অর্তকিত হামলা চালায়, বাড়িঘর ভাংচুর,লুটপাট ও পরিবারে ৫ জন কুপিয়ে হত্যার চেস্টা করে, স্থানীয় লোকজনে সহায়তা তাদের উদ্ধার করে মনোহরদী সরকারি হাসপাতালে চিকিৎসা জন্য নেওয়া হয়।
মনোহরদী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,
উপজেলা সর্বজন মহলে দৃষ্টি আকর্ষণ করছি বিষয় তদন্ত সাপেক্ষে হামলাকারীদের যাতে বিচারে আওতায় আনা হয়
স্বাধীনতার মাসে অপরাধীদের বিচার চাই