ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৫ ডাকাত আট।
গতকাল ২৮ নভেম্বর রাতে ৪২ বীর (রিয়ার) ১১ পদাতিক ব্রিগেড ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আক্তার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ছাতক শহরের পেপার মিল রাস্তায় দেশীয় অস্ত্র, সুরক্ষা সামগ্রী ও একটি নোহা গাড়ি চালক সহ ৫জন ডাকাত আটক করা হয়েছে।
আটককৃতরা হলো
গ্রেফতারঃ- ১। আজির মিয়া (২৩), পিতা-মৃত আব্দুল ওয়াহিদ, ২। মোরাদ হোসেন (২০), পিতা-আনফর আলী, ৩। রবিউল আলম (২৩), ৪। জাহাঙ্গীর আলম (৩৪), উভয় পিতা-আব্দুস ছালাম, সর্ব সাং-বল্লভপুর, ইউপি-চরমহল্লা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, ৫। মো: কোয়াজ আলী-চালক (৫৫), পিতা-মৃত মনসর আলী, সাং-লালারগাঁও, ইউপি-জালালাবাদ, থানা-জালালাবাদ,জেলা-সিলেট।
উদ্ধারকৃত জিনিসপত্র :- ক) লোহার তৈরি কাটের বাট সহ ধারালো ০২ ফুট ৪.৫ ইঞ্চি লম্বা ০৫ (পাচঁ) টি ডেগার। খ) লোহার তৈরি কাটের বাট সহ ধারালো লোহার অংশ বাঁকা-তেড়া ০২ ফুট ০৩ ইঞ্চি লম্বা ০৫ (পাচঁ) টি ডেগার। গ) লোহার তৈরি কাটের বাট সহ ধারালো ০১ ফুট ৭.৫ ইঞ্চি লম্বা ০৩ (তিন) টি রামদা, ঘ) লোহার তৈরি উভয় পাশ সূচালো ০১ ফুট ০৫ ইঞ্চি লম্বা ০৫ (পাঁচ) টি বল্লম, ঙ) লোহার তৈরি ০১ ফুট ০৫ ইঞ্চি লম্বা ০৩ (তিন) টি ফলা/ছুলফি উভয় পাশ সূচালো, চ) লোহার পাইপে তৈরি হামি ১০ (দশ) টি, ছ) কালো রংয়ের সুরক্ষা সামগ্রী ০৭ (সাত) টি, জ) ০৪ (চার) টি এন্ড্রয়েড মোবাইল যথাক্রমে i. SAMSUNG Galaxy-A21S, ii. Itel-A60s, iii. SAMSUNG GALAXY-S8, iv. OPPO A55, ঝ) একটি সাদা রংয়ের নোয়া গাড়ি, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-চ-৫১-৩৯১৪, ইঞ্জিন নং-7K-0217925, চেসিস নং- KR42-0020242