মো হিমেল মিয়া।
মনোহরদী, নরসিংদী।
আজ ১০ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার এল, কে, ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সহকারি সিনিয়র শিক্ষক জনাব নিরঞ্জন দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ও নবগঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার এম,এইচ কবির। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ফুলের তোড়া দিয়ে নব গঠিত সভাপতিকে বরণ করে নেয়। পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। উক্ত পরিচিতি সভায় আর ও উপস্থিত ছিলেন এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সকল সহকারি শিক্ষক মন্ডলী সহ খিদিরপুর ইউনিয়ন পরিষদে ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব জনাব মোবারক হোসেন। উক্ত পরিচিতি সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি সকল শিক্ষকমন্ডলের সাথে কুশল বিনিময় করে এবং সকলের সাথে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে মতবিনিময় করেন।বিদ্যালয়ে সকল শিক্ষক মন্ডলী তাদের নিজস্ব মতামত সম্মানিত সভাপতি নিকট তুলে ধরেন যাতে করে শিক্ষার মান উন্নয়ন করা যায়। এ সময় তারা বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার কথা সভাপতির নিকট তুলে ধরেন। যাতে করে শিক্ষার মান উন্নয়ন করা যায়। সম্মানিত সভাপতি সকলের কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে তাদের কে অবনতি করেন।এ সময় তিনি বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। আমি চাই আমাদের বিদ্যালয় হবে মনোহরদী উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যালয়। আর এই জন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা। একমাত্র আপনারই পারেন আমার স্বপ্ন বাস্তবায়ন করতে। এ বিদ্যালয়ের অতীতে অনেক ঐতিহ্য রয়েছে। আমরা সেই অতীতের ঐতিহ্যকে ধরে রাখতে চাই শিক্ষার মান উন্নয়ন করতে চাই, শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের একান্ত প্রচেষ্টা প্রয়োজন। আমি চাই সবাই সহযোগিতা করবেন। তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এসময় তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোন ধরনের রাজনীতি করা উচিত না। খিদিরপুর ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য জনাব রাকিবুল ইসলাম রাকিব বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূল বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে।